নবীন-প্রবীনে অন্তর্বর্তীকালীন সরকার।

নবীন-প্রবীনে অন্তর্বর্তীকালীন সরকার।

Image credits: Dhakapost

নানা চড়াই-উৎরাই ও ১৬ বছরের স্বৈরশাসনের পতনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালে যাদের আন্দোলন ও রক্তের বিনিময়ে এ দেশ স্বৈরশাসনমুক্ত হয়েছে, সেই শিক্ষার্থীদের চাওয়ার ভিত্তিতেই হচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন এ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন : ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ৩. ড. আসিফ নজরুল ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রিজওয়ানা হাসান ৭. শারমিন মুরশিদ ৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক) ৯. আদিলুর রহমান খান ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. মো. নাহিদ ইসলাম ১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Sources

Categories

Bangladesh

প্রতিনিয়ত ভেরিফাইড নিউজ আপডেটের নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে আজই ইন্সটল করুন আমাদের মোবাইল অ্যাপ

Get it on Google Play