৯ আগস্ট ২৪ : বৃষ্টি, স্মৃতিসৌধ এবং ড. ইউনূস
Image credits: Factberry Exclusives
এ এক অভূতপূর্ব দৃশ্য। আজ আগস্ট মাসের নবম দিন। শুক্রবার। রক্তক্ষয়ী জুলাইয়ের পর ৫ ই আগস্ট বাংলাদেশ অর্জন করে দ্বিতীয় স্বাধীনতা। গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা। সকাল ১০টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই শ্রদ্ধা জানান ড. ইউনূস। প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্য ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজেই তাঁরা শ্রদ্ধা জানান।
Sources
Categories
Bangladesh