বিএনপিপন্থি নেতারা মরিয়া পরিবহন সেক্টরে দখলের প্রতিযোগিতায়!

বিএনপিপন্থি নেতারা মরিয়া পরিবহন সেক্টরে দখলের প্রতিযোগিতায়!

Image credits: Kalbela

পরিবহন সেক্টরে চলছে দখলের প্রতিযোগিতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকেই পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মালিকানা পরিবর্তন করা হচ্ছে। সব পরিবহন কমিটির নেতৃত্ব নিতে রীতিমতো মরিয়া বিএনপিপন্থি নেতারা। তাদের মধ্যে আধিপত্য বিস্তারে একাধিক গ্রুপও হয়েছে বিভিন্ন এলাকায়। এরই মধ্যে ২০০১ সালের বিএনপিপন্থি পরিবহন নেতারা দখলে নিয়েছেন বাস মালিকদের রাজধানী এবং সারা দেশের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়। পুরোনো কমিটি বহাল থাকা অবস্থায় বাস মালিকদের নতুন ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গত ১৪ আগস্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল মালিক ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল হয়ে গেছে।

Sources

Categories

Politics

প্রতিনিয়ত ভেরিফাইড নিউজ আপডেটের নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে আজই ইন্সটল করুন আমাদের মোবাইল অ্যাপ

Get it on Google Play