ভুয়া সেনাবাহিনী থেকে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ

ভুয়া সেনাবাহিনী থেকে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ

Image credits: Ntvbd

সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্খিত কার্যক্রমের বিষয়ে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে। ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের (জনসাধারণ) সবার অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‌্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না।

Sources

Categories

Bangladesh

প্রতিনিয়ত ভেরিফাইড নিউজ আপডেটের নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে আজই ইন্সটল করুন আমাদের মোবাইল অ্যাপ

Get it on Google Play