মেট্রোরেল চলবে শুক্রবারও, চলছে প্রস্তুতি

মেট্রোরেল চলবে শুক্রবারও, চলছে প্রস্তুতি

Image credits: Ntvbd

মেট্রোরেল নিয়ে নুতন সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। রাজধানীতে যানজট কম রাখা ও জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। তবে, কবে চালু হবে এ বিষেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক আজ সোমবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, সপ্তাহের অন্য ছয় দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশ কিছু কাজ করতে হবে। আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। ওই বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ী-আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও এক দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। তবে, মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।

Sources

Categories

Bangladesh

প্রতিনিয়ত ভেরিফাইড নিউজ আপডেটের নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে আজই ইন্সটল করুন আমাদের মোবাইল অ্যাপ

Get it on Google Play