অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
Image credits: Banglanews24
দিনাজপুর: বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের ঘটনাস্থল পীরগঞ্জ উপজেলার চান্দরহাট সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক বিএসএফ সদস্যের নাম উৎপল কুমার দাস বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়াতে তাড়াতে ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে। বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪ এসআই