আসিফ মাহতাব জামিন পেয়েছেন : দুপুর ২টায় কেরানিগঞ্জ সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাবেন

আসিফ মাহতাব জামিন পেয়েছেন : দুপুর ২টায় কেরানিগঞ্জ সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাবেন

Image credits: Dhakapost

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, জামিননামা কিছুক্ষণের মধ্যে দাখিল করা হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই তিনি কারামুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। গত ২৯ জুলাই তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। জানা যায়, ২৮ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরা থেকে ডিবি পরিচয়ে আটক করা হয়। ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, এই ঘটনায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Sources

Categories

Bangladesh

প্রতিনিয়ত ভেরিফাইড নিউজ আপডেটের নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে আজই ইন্সটল করুন আমাদের মোবাইল অ্যাপ

Get it on Google Play